ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় প্যানেল চেয়ারম্যানকে বিচার কার্যক্রম পরিচালনা না করার হুমকি

লোহাগাড়ায় প্যানেল চেয়ারম্যানকে বিচার কার্যক্রম পরিচালনা না করার হুমকি

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যানকে বিচার-সালিশ কার্যক্রম পরিচালনা না করার হুমকি ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজেকে এখনো চেয়ারম্যান দাবি করছেন। পরে একই ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের আতিয়ার পাড়ায় দলবল নিয়ে গিয়ে ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুর করা হয়।

রোববার (১৫ জুন) দুপুরে এসব ঘটনা ঘটে। একইদিন ওয়ার্ড বিএনপির পক্ষে ছাবের হোসেন নামে এক ব্যক্তি থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, হেলাল উদ্দিন চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন তাঁতী লীগের সাবেক সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর তিনি কয়েকটি মামলায় এজাহারভূক্ত আসামি হওয়ার পর গা ঢাকা দেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনারদিন দুপুরে পরিষদের বিচার চলাকালীন অবস্থায় পূর্ব পরিকল্পতভাবে দলবল নিয়ে এসে হেলাল উদ্দিন বর্তমান প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনের পাশে বসেন। কিছুক্ষণ পর প্যানেল চেয়ারম্যানের কক্ষে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমানকে ডেকে তিনি নিজেই চেয়ারম্যান দাবি করেন। এছাড়া প্যানেল চেয়ারম্যানকে বিচার সালিশ না করার জন্য হুমকি প্রদান করেন। পরবর্তীতে হেলাল উদ্দিনের নেতৃত্বে দলবল নিয়ে চরম্বা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের অতিয়ার পাড়ায় গিয়ে ওয়ার্ড বিএনপির অফিসে এলোপাতাড়ি ইটপাটকেল মারে ও ব্যবহার চেয়ার ভাংচুর করেন। স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন জানান, হঠাৎ দলবল নিয়ে পরিষদে এসে তিনি (হেলাল উদ্দিন) নিজেকে চেয়ারম্যান দাবি করেন। এছাড়া বিচার সালিশ না করার জন্য হুমিক ধমকি প্রদান করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!