এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আমিরাবাদ স্কুল রোড ও চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। গত ১২ ফেব্র“য়ারী তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল আমিরাবাদ স্কুল রোডের কালু মিয়ার পুত্র নুরুল ইসলাম। তার কাছ থেকে ৬২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অপরজন কক্সবাজারের কলাতলী চনচনিয়া মাঠ এলাকার ছালামত উল্লাহ’র পুত্র মোঃ ইউনুফ। তাকে দূরপাল্লার বাস থামিয়ে তল্লাশী চালিয়ে ৬শ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

পৃথক অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী ও এএসআই জহির উদ্দিন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।