এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদে পুকুরের পানিতে ডুবে ১২ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মাহালদার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের কমর আলী সিকদার পাড়ার আক্কাস উদ্দিনের কন্যা।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর পিতা আক্কাস উদ্দিন আমিরাবাদে এক মসজিদ মুয়াজ্জিনের চাকুরি করেন। মাহালদার পাড়ায় তারা ভাড়া বাসায় থাকেন। ঘটনার দিন পরিবারের সকলের অগোচরে খেলাচ্ছলে ভাড়া বাসা সন্নিহিত পুকুরে পড়ে যায়।
দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একইদিন নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। শিশুটির মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।