এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পাহাড় কাটায় মো. শফিউল আলম (৩৪) নামে এক যুবককে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান ভেল্লা বর পাড়ায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। দন্ডপ্রাপ্ত শফিউল আলম একই এলাকার মৃত আহমদ মিয়ার পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এই সময় সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের টিম।
পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল জানান, পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ঘটনাস্থলে অভিযুক্ত যুবককে পাওয়া যায়। সরকারি রেকর্ড অনুযায়ী পাহাড় শ্রেণির আনুমানিক সাড়ে ৩ হাজার ঘনফুট ভূমি কর্তন করায় পরিবেশ সংরক্ষণ আইনে ওই যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।