এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় পাচারকালে অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে বনবিভাগ। গতকাল বুধবার (২৫ জানুয়ারি) রাতে ইউনিয়নের গৌড়স্থান এলাকা থেকে জিপভর্তি এ কাঠ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ।
তিনি জানান, অবৈধভাবে জ্বালানি কাঠ পাচারের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গৌড়স্থান এলাকা থেকে জিপভর্তি ১৩০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। বনবিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত জ্বালানি কাঠ ও জিপ বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বন আইনে মামলা রুজু করা হয়েছে।