এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি তমা গ্রুপের একটি ট্রাক অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা এগিয়ে এসে ট্রাকের ভেতর থেকে চালক ও সহকারিকে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা কেউ হতাহত হয়নি। পরে তমা গ্রুপের উদ্ধারকারী গাড়ি এসে ট্রাকটি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা যায়।

দোহাজারী হাইওয়ে থানার এসআই কাউছার জানান, ট্রাক খাদে পড়ে যাওয়া ঘটনা তাদেরকে কেউ অবগত করেননি। এই ব্যাপারে খোঁজ খবর নেয়া হবে।