এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ২টি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান পরিচালনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
জানা যায়, লোহাগাড়া জেনারেল হাসপাতালকে ১ সপ্তাহ ও লোহাগাড়া মেটারনিটি জেনারেল হাসপাতালকে ৩ দিন অপারেশন থিয়েটারের সকল কার্যক্রম বন্ধ এবং লোহাগাড়া মা-মণি হাসপাতালকে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, অভিযানে ২টি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) সকল কার্যক্রম পরিচালনার অনুপযোগী হওয়ায় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট দিন শেষে পরিদর্শন করে ওইসব হাসপাতালের অপরাশেন থিয়েটার উপযোগী হলে পুণরায় চালুর নির্দেশ দেয়া হবে। পর্যায়ক্রম উপজেলার সকল হাসপাতাল পরিদর্শন করা হবে বলে জানান তিনি।