Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় ছেলের চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতা চান বিধবা নুরুন্নাহার

লোহাগাড়ায় ছেলের চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতা চান বিধবা নুরুন্নাহার

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের জীবন বাঁচাতে মানুষই পাশে দাঁড়ায়, সহায়তার হাত বাড়ায়। তাই এভাবেই যদি সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেতে পারে প্রবাস ফেরত আব্দুস ছবুর।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদার চর মাস্টার পাড়ার বাসিন্দা মুহাম্মদ ছবুর। বাবাহীন পরিবারের বিধবা মা ও দুই কন্যা, এক সন্তান এবং স্ত্রীর সুখের কথা চিন্তা করে জীবিকার টানে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশ ওমানের মাস্কাটে। সেখানে চার বছর মোটামুটি জীবন পার করেছেন তিনি।

কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানো ছবুর আজ হাসপাতালের বিছানায় পড়ে আছেন। শরীরে তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু গত বছরের নভেম্বরে শেষের দিকে কাজ করার সময় গাছ থেকে পড়ে আহত হন। এরপর সেখানকার ডাক্তারদের পরামর্শ ও মেডিকেল চেকআপ করানোর পর ধরা পড়ে ঘাড়ের অংশ ও মেরুদন্ড ভেঙে হাঁড়গুলো স্থানচ্যুত হয়ে গেছে।

পরবর্তীতে চিকিৎসার জন্য দেশে ফিরে এসে বর্তমানে কিছুদিন চট্টগ্রাম মেডিকেলে চিকৎসা করান। এরপর নগরীর ন্যাশনাল হাসপাতালে ব্রেইন ও স্পাইন সার্জন ডা. মো. মনজুরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি উক্ত হাসপাতালের ৭ম তলায় ভর্তি রয়েছেন।

এদিকে, ছবুরের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। পিতাহীন অভাব অনটনের সংসারে যা জোগাড় করা সম্ভব নয়। এলাকাবাসী সবাই ছবুরের পাশে এগিয়ে আসলেও, এতোগুলো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে জানান তার মামাতো ভাই হারুনুর রশিদ। ছবুরকে সুস্থ করে তুলতে ওমান দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে ছবুরের পরিবার। ছবুরের মা বিধবা নুরুন্নাহার জানান, সরকারি ও হৃদয়বান মানুষদের সহযোগিতা পেলে ছবুর আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবেন। তাই ছেলের সুস্থতার জন্য প্রবাসীসহ দেশের বিত্তবানদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

ছবুরের বিস্তারিত জানতে ও সহযোগিতা পাঠাতে যোগাযোগ- প্রতিবেশি মাস্টার আব্দুল আলিম-০১৮১৬৫৮৬১৫০ (বিকাশ) রোগী ছবুর-০১৬২২৩২৯৯৪৩ (নগদ) ও মামাতো ভাই হারুন-০১৮৭৮২১০৭৯৮ (বিকাশ)। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!