এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়ায় চুরির অভিযোগ পারভেজ রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের হাটখোলা মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পারভেজ একই ওয়ার্ডের চাকফিরানী দেওয়ান পাড়ার মৃত জামাল উদ্দিনের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারভেজের বিরুদ্ধে অটোরিক্সার ব্যাটারি, মসজিদের মাইকের ব্যাটারি, পানির মোটর, টিউবওয়েলের হাতল ও মসজিদের দানবক্সের টাকাসহ বিভিন্ন কিছু চুরির অভিযোগ রয়েছে।
এসব চুরি ঠেকাতে পারভেজের বিরুদ্ধে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগও করেছিলেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে চলতি সনের ১৮ জুলাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন তৎকালীন ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। অবশেষে স্থানীয়রা পারভেজ রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার মাসুদ আলম জানান, শুক্রবার (২৫ অক্টোবর) গ্রেপ্তার পারভেজ রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।