এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চাকু-চাপাতি ও মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের হাছির পাড়ার নুরুল কবিরের পুত্র দুলা মিয়া (৫০) ও কলাউজান ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের উত্তর কলাউজান হিন্দু পাড়ার বিমল দাশের পুত্র টিস্যু দাশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বসতঘরে তল্লাশী করে ১২০ লিটার চোলাইমদ, ৩ কেজি ৪শ গ্রাম গাঁজা ও ৭টি চাকু-চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সরঞ্জামসহ তাদেরকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার মো. ইকরামুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু প্রক্রিয়াধীন। শনিবার (১৬ নভেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।