এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পরে আধা ঘন্টা চেষ্টার পর তা সচল করা হয়।
সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদের ৬৪/১ নাম্বার পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনাস্থলে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পর্যটক এক্সপ্রেস নামের ট্রেনটি চলন্ত অবস্থায় মাঝ পথে দাঁড়িয়ে যায়। ট্রেন থেমে থাকার দৃশ্য দেখে আশপাশের উৎসুক জনতার ভিড় জমে। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর যান্ত্রিক ত্রুটিমুক্ত করে ট্রেনটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। রাত ৭টা ৪৭ মিনিটে পর্যটক এক্সপ্রেস ঢাকা অভিমুখে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।
কক্সবাজার এক্সপ্রেস-পর্যটক এক্সপ্রেস ফেসবুক পেইজ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি পর্যটক এক্সপ্রেসের হুইস পাইপ ছিড়ে যাওয়ার কারণে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের আউটারে দাঁড়িয়ে থেকে ছেড়ে গেছে।
লোহাগাড়া স্টেশন অতিক্রম করার পর পর্যটক এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে প্রায় আধা ঘন্টা থেমে থাকার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার লোকমান।