এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পদুয়ায় নারিকেল গাছের চাপায় মাঈনুদ্দিন ইছহাক (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
মাঈনুদ্দিন ইছহাক সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের রৌশন আলী বাড়ির নাছির উদ্দিনের পুত্র ও ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
নিহত কিশোরের নানা মোকতার আহমদ জানান, এক সপ্তাহ পূর্বে তার নাতি মাঈনুদ্দিন ইছহাক নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনারদিন সে খন্দকার পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে যায়। ঘাটে বসে গোসল করা অবস্থায় পুকুর পাড়ে থাকা একটি মরা নারিকেল গাছ হঠাৎ ঢলে পড়ে। এতে গাছটি কিশোর মাঈনুদ্দিনের গায়ের উপর পড়ে গুরতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
নারিকেল গাছের চাপায় নানা বাড়িতে বেড়াতে আসা এক কিশোর মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ।