এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় খালের পানিতে ডুবে প্রীতম বড়ুয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু প্রীতম একই এলাকার ইমু বড়ুয়ার পুত্র ও গারাঙ্গিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে বড়হাতিয়া বোধি নিকেতন বিহারে মায়ের সাথে ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য যায় শিশু প্রীতম। এ সময় খেলাচ্ছলে সকলের অগোচরে বিহারের পার্শ্ববর্তী হাতিয়ার খালের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্থানীয়রা।
এক পর্যায়ে শিশু প্রীতমকে খালের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশু প্রীতমের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই দিন দুপুরে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী তাকে সৎকার করা হয়েছে বলে জানা গেছে।