এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চরম্বায় কৃষিজমির টপসয়েল কাটায় মুহাম্মদ আকবর নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের বায়ার পাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযুক্ত আকবর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজির পাড়ার আব্দুল মোনাফের পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, কৃষিজমির টপসয়েল কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত এক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয়েছে।
কৃষিজমির টপসয়েল, পাহাড়-টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এসব কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।