এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এক মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঘটনার রাতে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে বটতলী স্টেশনের আইস পার্কের সামনে অভিযান পরিচালনা করা হয়। এই সময় কিশোর গ্যাংয়ের একদল সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) রাশেদুল ইসলাম জানান, আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের অভিভাবককে খবর দেয়া হয়েছে। যাচাই-বাচাই পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।