এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে কাঠবাহী জীপ গাড়ির ধাক্কায় আবদুর রহমান (৯৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান একই ইউনিয়নের আধুর বর পাড়ার মৃত এজাহার মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠবাহী একটি জীপ গাড়ি বৃদ্ধ আবদুর রহমানকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘটনার পর চালক গাড়ি রেখে দ্রুত গা ঢাকা দেয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। বৃদ্ধ আবদুর রহমান চোখে কম দেখতেন ও কানে কম শুনতেন।
লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জীপ গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।