এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যক্ষ রেজাউল কবিরের বিরুদ্ধে ফান্ড আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজের মূল ফটকের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ হাসান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ সাহাব উদ্দিন, মো. আরিফুল্লাহ, মিজানুর রহমান ও মো. সালাউদ্দিন হিরু প্রমূখ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের পর বার আউলিয়া কলেজে এডহক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি খতিয়ে দেখলে দেখা যায় কলেজ প্রতিষ্ঠার পর অধ্যক্ষ রেজাউল কবির সভাপতির দায়িত্বে ছিলেন। এতে কলেজের জমি ক্রয়, অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সেক্টরে অর্থ লোপাট, প্রশাসনিক দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য জড়িত। এসব অনিয়ম তদন্ত পূর্বক রেজাউল কবিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কলেজের সাবেক সভাপতি অধ্যক্ষ রেজাউল কবির জানান, লোহাগাড়ায় প্রথম কলেজ প্রতিষ্ঠা করে সুনামের সাথে পরীক্ষায় ভাল ফলাফলসহ অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছিল। বিগত সরকারের আমলে আমাকে কলেজ পরিচালনা পরিষদ থেকে সরিয়ে আওয়ামী লীগ সরকারের তাদের প্রতিনিধিদের সভাপতি হিসেবে দায়িত্বে নিয়ে আসেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের পর কলেজ পরিচালনা পর্ষদে দায়িত্ব দেওয়ার পর একটি মহল আমাকে সরাতে মরিয়া হয়ে ওঠে। পরবর্তীতে আমাকে বাদ দিয়ে আরেকটি এডহক কমিটি গঠন করা হয়। এই বিষয়ে হাইকোর্টে আপিল শুনানীর অপেক্ষায়। তবে আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।