এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ ২৪ জানুয়ারী দুপুরে আধুনগর উত্তর হরিণা হাজী মোস্তাক আহমদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এশফাকুর রহমানকে এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান হতে গ্রেফতার করেছেন। এশফাক উত্তর হরিণা গ্রামের মাওলানা মাহমুদুল হাসানের পুত্র বলে প্রকাশ।
এসআই রবিউল ইসলাম জানিয়েছেন, এশফাক ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারী পুলিশ কনষ্টেবল তারেক হত্যা মামলার আসামী। তিনি গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন এ স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ দাবী করছেন তিনি স্থানীয় জামায়াত ইসলামী সংগঠনের সক্রিয় নেতা। ঘটনার দিন আমিরাবাদ রাজঘাটা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লাগানোর পর সিপাহী তারেক মারা যান। পরে লোহাগাড়া থানায় মামলা হয়।
এছাড়া লোহাগাড়ার বিভিন্নস্থানে ব্যাপক তান্ডব চালিয়ে গাছপালা কাটা, রাস্তাঘাট ধ্বংস ও অগ্নিসংযোগ করা হয়। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম জানিয়েছেন, এশফাককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বর্তমানে লোহাগাড়ায় আটক রয়েছেন।