এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৯৩ জন শিশু-কিশোর।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে আমিরাবাদ ইউনিয়নের রাউজন্য পাড়া ও দর্জিপাড়াস্থ বায়তুন নুর জামে মসজিদে সামাজিক সংগঠন ‘প্রচেষ্টা’র উদ্যোগে তাদেরকে এই পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ৯৩ জনকে পাঞ্জাবি, ৭০ জনকে স্কুল ব্যাগ, ১৮ জনকে ওয়ারড্রপ ও অন্য ১৮ জনকে হটব্যাগ দেয়া হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। এই কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে।
পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।
প্রচেষ্টা’র সাবেক সভাপতি কামাল উদ্দিন জানান, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহিত করতে এই আয়োজন। ৮ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার ঘোষণা দেওয়া হয়েছিল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শাহ জালাল। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী। সমাপনী বক্তব্য রাখেন কামাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচেষ্টার সভাপতি সোলেমান রাসেল, সহ-সভাপতি মো. ফরমান উল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ ও এসতাফিজুর রহমান রায়হানসহ সকল সদস্য।