এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম চর চেঙ্গা এলাকার বাহার উদ্দিনের পুত্র মুহাম্মদ সুমন (২৫) ও ভোলা জেলা সদর থানার পশ্চিম চরখালী এলাকার মো. কাঞ্চনের পুত্র মো. নুরুন্নবী (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে পৃথক তল্লাশী করা হয়। এ সময় ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।