এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ৬ পরিবারের বসতঘর। শনিবার (২৭ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল আলিম সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার নাজির আহমদের পুত্র মোহাম্মদ ইউনুছ, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, অলি আহমদের পুত্র মকবুল আহমদ, ফরিদ আহমদ ও মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র জয়নাল আবেদিন ভুট্টো।
ক্ষতিগ্রস্তরা জানান, মকবুল আহমদের টিনের ছাউনী ও বাঁশের বেড়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের আধাপাকা ও মাটির বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরগুলোর সিংহভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
এদিকে, খবর পেয়ে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সারাদিনেও ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি। বর্তমানে প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখার চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা খানেক চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেননি। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।