এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে আগুনে পুড়ে গেছে ২টি দোকান। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজঘাটা গোলাম নবী হাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, সাইমুন স্টোর নামে মুদি দোকানের মালিক মহিউদ্দিন ও বিস্কুটের গোডাউনের মালিক মো. রিফাত।
ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্কুটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে দোকানে থাকা সিংহভাগ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মহিউদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় রাতে বিস্কুটের গোডাউনের ভেতরে রাখা ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে বৈদ্যুতিক চার্জ দেয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত্র। অগ্নিকান্ডে দোকানের মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি লুট হওয়ার ঘটনাও ঘটেছে। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখার চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।