এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় অসুস্থ দুই বীর মুক্তিযোদ্ধাকে বাড়িতে দেখতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এই সময় তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের নেতৃত্বে বড়হাতিয়ার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ও কলাউজানের বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাসের বাড়িতে যান।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল ও বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার।
ইউএনও জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অসুস্থ দুই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। সাথে বিজয় দিবসের শুভেচ্ছাসহ কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান। তাদের আনন্দ, আবেগ এটি অমূল্য। এটি আমাদের জীবনের একটি বড় অর্জন, আমাদের বিজয়ের আনন্দ।