এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অসুস্থ তিন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান। সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে যান তিনি।
এ সময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও কলাউজান ইউপি চেয়ারম্যান এম. এ. ওয়াহেদ প্রমুখ।

অসুস্থ বীর মুক্তিযোদ্ধারা হলেন বড়হাতিয়ার শফিকুল ইসলাম চৌধুরী, কলাউজানের আবদুর রশিদ ও কাজল কান্তি দাস।
ইউএনও জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অসুস্থ তিন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া তাদেরকে নগদ টাকাসহ কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।