এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পদুয়ায় অভিযান চালিয়ে অবৈধ ৪টি স’মিল (করাতকল) সিলগালা করে দিয়েছে বনবিভাগ।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ।

অবৈধ করাতকলের মালিকরা হলেন, ফরিদুল আলম, ফিরোজ কামাল, আবদুল মান্নান ও ইসলাম।
অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ। তিনি জানান, অভিযানে বৈধ লাইসেন্স দেখাতে না পারায় করাতকলগুলি সিলগালা করা হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত এসব করাতকলের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
অভিযানকালে করাতকলগুলো থেকে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত বনজদ্রব্য পরিমাপ পূর্বক মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।