এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদে অবৈধভাবে টংকাবতী খালের চর কেটে মাটি ও বালু বিক্রি করায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, কিছুদিন যাবত একটি মহল টংকাবতী খালে সৃষ্ট চর কেটে মাটি ও বালু বিক্রি করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি টিম অভিযান পরিচালনা করেন। এই সময় ঘটনাস্থল থেকে একটি ডাম্পট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে খালের চর কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে খালের চর কাটার খবরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ডাম্পট্রাক ও এক্সকেভেটর জব্দ করা হয়েছে। এই ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।