এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে অটোরিক্সার (ব্যাটারি চালিত) ধাক্কায় আরশিয়া সোলতানা রিমি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু রিমি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাওলানা পাড়ার আবু ছিদ্দিকের কন্যা ও কলাউজান দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কলাউজান গাবতল সড়কের ফেয়ারী বাপের রাস্তা মাথা এলাকায় অটোরিক্সার ধাক্কায় এক শিশু গুরতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম শহরে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দূর্ঘটনায় শিশুটি মাথায় গুরতর জখমপ্রাপ্ত হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা মা-মেয়ে বসতঘর থেকে বের হয়ে টংকাবতীর চরে সবজি ক্ষেতে যাচ্ছিলেন। এ সময় অসতর্কতা অবস্থায় রাস্তা পার হবার সময় অটোরিক্সার ধাক্কায় শিশুটি গুরতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দূর্ঘটনায় রিক্সা চালকও আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।