এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের প্রথম পুত্র আবু বকর মোহাম্মদ হানযালা এবারের জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষা অংশগ্রহণ করে সকল বিষয়ে এ+ পেয়েছে।
লোহাগাড়া ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা থেকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন ও ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছিল। একই মাদ্রাসায় ‘হেফজুল কোরান’ সম্পন্ন করে।

আবু বকর মোহাম্মদ হানযালা ভবিষ্যতে কুরান ও হাদিস গ্রন্থের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করতে আগ্রহী। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।
সে পশ্চিম কলাউজান আলহাজ্ব মাওলানা ফতেহ আলী ফরায়েজীর বাড়ির মোঃ সিরাজুল হক মেম্বারের নাতী ও ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাশেদা বেগম প্রথম পুত্র।
তাঁর এই কৃতিত্বের জন্য মা-বাবা, দাদা-নানা, চাচা-ফুফু, শিক্ষকবৃন্দ ও আত্মীয় স্বজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।