এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ানিউজ২৪ডটকম’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে ১ এপ্রিল খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর লোহাগাড়ানিউজ২৪ডটকম কার্যালয়ে দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া সদরস্থ ছমদিয়া আশরাফুল মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা আমিন উল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আধুনগর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা উসমান গণি, ছমদিয়া আশরাফুল মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ আবদুস শুক্কুর, হাফেজ আবদুল হালিম, মুফতি মাওলানা হারুন, মাওলানা আনছারুল করিম ও হাফেজ মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

মোনাজাতে লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।