Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ানিউজ২৪ডটকম’র ঈদ বৈঠক সম্পন্ন

লোহাগাড়ানিউজ২৪ডটকম’র ঈদ বৈঠক সম্পন্ন

167

এলনিউজ২৪ডটকম : আহা ! কি আনন্দ আকাশে বাতাসে এই শিরোনামে লোহাগাড়ানিউজ২৪ডটকম ঈদ বৈঠক অনুষ্ঠান করে। লোহাগাড়ানিউজ২৪ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ বৈঠকে ঈদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বক্তারা বলেন, চাউলের গুড়ার গুরা পিঠা বড়োই মজাদার ছিলো। ঈদ উৎসব’র আমেজে যেন কৃত্রিমতা চলে এসেছে। মা-বাবা আর মুরব্বীদের কবর জেয়ারত তারপর এ’বাড়ি ওবাড়ি যাওয়ার মাঝে অপুর্ব আনন্দ থাকে। মা কিংবা বাবার অনুপস্থিতিতে ঈদ ফ্যাকাশে।

লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক’র সভাপতিত্বে ১৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ঈদ বৈঠকে ঈদের অনুভূতি প্রকাশ করেন যথাক্রমে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আউয়াল, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, সৌদি প্রবাসী নাছির আল দীন, তাঁতীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম, লোহাগাড়া কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ সোলাইমান, দুবাই প্রবাসী মোঃ ইউসুফ নিজামী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র প্রকাশক মারুফ খান ও রিপোর্টার মোঃ আলাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*