Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে : বান কি মুন

রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে : বান কি মুন

images48

নিউজ ডেক্স : বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় জানিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

আজ শনিবার রাজধানীর হোটেল রেডিসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন বান কি মুন। বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকদের এ কথা বলেন।

বান কি মুন বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক ঝড়, বন্যা মোকাবিলায় বাংলাদেশ দারুণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন বান কি মুন। এ সময় বাংলাদেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বান কি মুনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন, এসডিজি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

গতকাল শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শনিবার (২৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!