- Lohagaranews24 - http://lohagaranews24.com -

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে জর্দানের দাতাসংস্থার গ্যাস সিলিন্ডার ও চুলা হস্তান্তর

IMG-20171122-WA0006

নিউজ ডেক্স : জর্দানের বৃহৎ দাতাসংস্থা জর্দান হাশেমী চ্যারিটি অর্গানাইজেশনের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ ২২ নভেম্বর উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ১ হাজার পরিবারের মাঝে রান্না উপকরণ হিসাবে গ্যাসের সিলিন্ডার ও চুলা প্রদান করা হয়।

জর্দান হাশেমী চ্যারিটি অর্গানাইজেশনের প্রতিনিধি প্রধান মারওয়ান হেন্নাওয়ী এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেমনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক মোঃ মুহিউদ্দিন মাহী। বিতরণ শেষে দাতা সংস্থা প্রধান মারওয়ান হেন্নাওয়ী বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং বাংলাদেশ সরকারসহ স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল মনোভাবে প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশ সরকারের বিভিন্ন সমাজ সেবা কর্মকান্ডে, বিশেষতঃ উখিয়া-টেকনাফের স্থানীয় দরিদ্র জনগণের জন্যও জর্দান হাশেমী চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

ফাউন্ডেশনের প্রচার সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।