Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান

023813Aziz pic

নিউজ ডেক্স : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার ‘বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প’ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের খোঁজখবর নেন এবং ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। পরে তিনি তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান গত বুধবার কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্পও পরিদর্শন করেছেন। সেখানে তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীকে প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের আওতায় ‘শেখ হাসিনা টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবন এবং ১৩৯টি পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। আবাসন সুবিধা ছাড়াও ওই প্রকল্পের আওতায় স্কুল, মসজিদ ও মন্দিরও নির্মিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!