Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতি : ইসির আরো তিনজন রিমান্ডে

রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতি : ইসির আরো তিনজন রিমান্ডে

ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নালসহ তিনজন

ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নালসহ তিনজন

নিউজ ডেক্স : মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়া ও ভোটার করার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তিনকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমান এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।

তারা হলেন কোতোয়ালি থানার ডেটা এন্ট্রি অপারেটর মো. শাহীন, বন্দর থানার ডেটা এন্ট্রি অপারেটর মো. জাহিদ এবং ডবলমুরিং থানার ডেটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া।

সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, গতকাল এনআইডি জালিয়াতি মামলায় তিন আসামির পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেছিল মামলার তদন্ত কর্মকর্তা। আজ রিমান্ড শুনানি শেষে আদালত তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাতে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এক নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!