Home | শিক্ষাঙ্গন | রোববার জাতীয় পাঠ্যপুস্তক উৎসব

রোববার জাতীয় পাঠ্যপুস্তক উৎসব

education_featured-2-750x422

নিউজ ডেক্স : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে রোববার (১ জানুয়ারি) সারাদেশে পালিত হবে পাঠ্যপুস্তক উৎসব। ওইদিন সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হবে। শুক্রবার ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

জানা গেছে, পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত দফতর সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এছাড়া অনুষ্ঠানে ঢাকার ৩১টি স্কুলের ৫ সহাস্রাধিক শিক্ষার্থী উপস্থিত থাকবে। ঢাকা ছাড়াও দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার এ উৎসব পালিত হবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎসবে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!