এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)।
তিনি সদর ইউনিয়নের পুরাতন থানা রোডস্থ কাছেম আলী মহুরী পাড়ার মৃত মুন্সি করিম দাদের পুত্র।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ও ৯ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
একইদিন বিকেলে রাষ্ট্রীয় মর্যাদার পর নামাজে জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।