Home | দেশ-বিদেশের সংবাদ | রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ পুনর্নির্ধারণ

রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ পুনর্নির্ধারণ

Search-Committee20170205201027

নিউজ ডেক্স : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বদলে আগামীকাল সোমবার পুনর্নির্ধারণ করা হয়েছে।

রোববার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নির্বাচন কমিশন গঠন উপলক্ষে গঠিত সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

অন্যদিকে ৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।

গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।

উল্লেখ্য, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!