নিউজ ডেক্স: কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় কক্সবাজার-ঢাকা রেলরুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।
স্থানীয়দের বরাতে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকালে রামু উপজেলার মাছুয়াখালী এলাকায় স্থানীয় দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিল। এসময় কক্সবাজারমুখি একটি ট্রেনের সামনে পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবক। এতে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই যুবক কাটা পড়ে নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলের রেললাইনে কোনো গেইট নেই। মোটর সাইকেল আরোহী যুবকরা অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
ওসি ইমন জানান, রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার পর মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।