_____ফিরোজা সামাদ_____
রাত মহলের গহীণ অরণ্যবাসে
অার কতো ভগিনী কন্য জায়া জননীরা
হারাবে তাদের পরিশুদ্ধ সতীত্ব ?
অার কতোদিন নেতৃত্ব দিবে নারী
পুরুষের ইচ্ছের বলিদান সভায় ?
তাদের গোধুলি সন্ধ্যায় রেশমী রঙ মেখে
চোখের নীল দিঘী অার কতো বইবে
নোনা জলের ধারা ?
অার কতোদিন থাকবে নারী
অসম্মান অপমানের ভাঙা খেয়ায়
বেসামাল দোদূল্যমান-অাতঙ্কিত ?
কতো দূর্গম পথ পাড়ি দিলে কেটে যাবে
কন্যা ভগিনী জায়া জননীর
সুকোমল জীবন থেকে
অমানিশার গাঢ়ো অন্ধকার ??
জবাব দাও সমাজপতি !
অন্য কোনো চাওয়া নেই দাবী নেই
শুধু জবাব চাই, জবাব দাও ??