নিউজ ডেক্স : রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে বাসের ধাক্কায় সাদিয়া হাসান (২২) নামে এক মেডিকেল কলেজের ছাত্রী নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়ার বাড়ি রাজশাহীর হরগ্রাম বাজারে। তিনি পুরান ঢাকার রায় সাহেব বাজারের ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সাদিয়া ও তার মা দেশের সকালে ট্রেন যোগে ঢাকায় আসে। কমলাপুর থেকে সিএনজি নিয়ে তারা কলেজে যাচ্ছিল। তবে নয়াবাজারের সড়কে পেছন থেকে একটি বাস তাদের সিএনজিকে ধাক্কা দিলে তারা গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেয়া হলে সাদিয়াকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
শাহীনা সুলতানা মাথায় আঘাত পেলেও তিনি বর্তমানে আশংকামুক্ত আছেন।