নিউজ ডেক্স : রাঙ্গুনিয়ার ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ইটভাটার ৪ শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাঠবোঝাই একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর-গাবতল সড়কের পাশে টিনশেড ঘরে ঢুকে গেলে সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা ৪ শ্রমিক মারা যান। ওই শ্রমিকদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় বলে জানা গেছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা এনি বড়ুয়া বলেন, ইসলামপুর গাবতল এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূইয়া জানান, রাঙামাটি থেকে কাঠবোঝাই জিপ চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জিপটি জব্দ করা হয়েছে।