নিউজ ডেক্স : রাউজানের পাহাড়তলীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৯ মে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মুহামনি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জোনায়েদ (৩)। সে গুচ্ছগ্রামের মোহাম্মদ মোহসিনের পুত্র।
প্রত্যক্ষদশী জানান, সাবার অজান্তে সে বাড়ীর সম্মুখস্থ পুকুরে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন টের পেলে দ্রুত উদ্ধার করে নোয়াপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় মাঝে শোকের ছায়া নেমে আসে।