- Lohagaranews24 - http://lohagaranews24.com -

রমজান পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয়

KhaledaZia-medium20170527211548

নিউজ ডেক্স : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মহান শিক্ষা দেয় মাহে রমজান। শনিবার সন্ধ্যায় মাহে রমজান উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজান মাস সমগ্র মুসলিম উম্মাহর জন্য রহমতের মাস। বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারাদিন পানাহার থেকে মুক্ত হয়ে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।

তিনি আরও বলেন, অনাচার, হিংসা, বিভেদ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।

মাহে রমজানে প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।