এলনিউজ২৪ডটকম : উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সভাপতি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী ৯ ডিসেম্বর শুক্রবার যৌতুকমুক্ত এক বিয়েতে উপহার পাঠিয়েছেন।
পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোক্তা সদস্য নুরুল আমিন যৌতুকমুক্ত বিয়ে করেন। এ উপলক্ষে পুটিবিলার নিজ বাড়িতে আজ বিবাহত্তোর ওয়ালিমা অনুষ্টানের আয়োজন করা হয়।
উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের পক্ষে সদস্য মো: জিহানুর রহমান চৌধুরী এ উপহার প্রদান করেন। এ সময় পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদের সদস্য ও লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।