ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | যে ফুটবলাররা ছিলেন বিধ্বস্ত বিমানে

যে ফুটবলাররা ছিলেন বিধ্বস্ত বিমানে

football-team20161129125101

আন্তর্জাতিক : ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারসহ ৭২ জন যাত্রী নিয়ে কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় বলে টুইটারে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়া কথা ছিল দলটির। তবে বিধ্বস্ত হওয়া বিমানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোন সদস্য ছিলেন না। আর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর ফাইনাল ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।  এদিকে ফ্লাইটের কোনো আরোহী বেঁচে আছেন কিনা- সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

বিমানে থাকা ফুটবলারদের নামের তালিকা : 
ড্যানিলো, ফিলিপে ম্যাচহাদো, মারসেলো, ম্যাথিউ বিটেকো, অ্যালান রুচেল, গিমিনেজ, সানটানা, গিল, সার্জিও মানোয়েল, থিয়াগুয়েনো, ক্যানেলা, লুকাস গোমেজ, ব্রনো রাঙ্গেল, কেম্পেস, এনানিয়াস, নেতো, অথর মিয়া, ডেনের, ম্যাথিউস ক্যারামেলো, জসিমার, ফলম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!