সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে যানজট নিরসন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ২৪ জানুয়ারী স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও পরিবহণের নেতৃবৃন্দ এবং স্থানীয় মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন। বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল। উপস্থিত সকলে যানজট নিরসন ও আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন। প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম।