নিউজ ডেক্স : যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক নববার্তার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম (জনি) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।
শনিবার সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
যমুনা নিউজের বার্তা সম্পাদক নয়ন মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকেল ৩টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলে তিনি নিজেই মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বারডেম হাসপাতালে যেতে বলেন। বারডেমে তার অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা ৬টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।