_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
সবকিছুর মেয়াদ ফুরোলেও
মেয়াদ ফুরোয় না মানবের!
সময়ের সাথে সাথে ঘোলা হয়ে যায় না
চোখের ভেতর থাকা স্বপ্নেরা!
সবকিছু জীর্ণ-মলিন হলেও
মালিন্য আসে না অন্তরের!
সময়ের সাথে সাথে লাবণ্যহীন হয়ে পড়ে না
হৃদয়পটে থাকা মুখচ্ছবি!
সবকিছু ভঙ্গুর হয়ে গেলেও
ভঙ্গুর হয়ে পড়ে না মনোটান
সময়ের সাথে সাথে আলগা হয়ে যায় না
অভ্যস্ততায় অভ্যস্ত হয়ে যাওয়া বন্ধন!
