এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান (হাজির পাড়া) গ্রামস্থ সামাজিক সংগঠন “দশে মিলে করি কাজ”র উদ্যোগে ১৯ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় ছিদ্দিক-এ-আকবর (রাঃ) তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক এম. সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব সেলিম উল্লাহ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদ খান, মোঃ এনামুল ইসলাম চৌধুরী, মোঃ নুরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজির পাড়া দশে মিলে করি কাজ গণমানুষের জন্য কল্যাণধর্মী অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠন দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের কল্যাণকামীতার অংশ হিসাবেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা সীমিত সামর্থ নিয়েই দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি। বক্তারা এলাকার দুঃস্থদের কল্যাণে কাজ করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।