ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মিথ্যা বলায় পুরস্কার থাকলে প্রথমটি পেতেন ফখরুল : তথ্যমন্ত্রী

মিথ্যা বলায় পুরস্কার থাকলে প্রথমটি পেতেন ফখরুল : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেক্স : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যা বলার ক্ষেত্রে যদি কোনো পুরস্কার থাকতো তাহলে প্রথমটি পেতেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অবাক হয়ে যাই তিনি অবলীলায় কিভাবে মিথ্যা বলে যান।

আজ রবিবার সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।মিথ্যা বলার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকে আমরা শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। তারা নিজেরাই বাসে আগুন দিয়ে আবার এটার জন্য নানা কর্মসূচি ঘোষণা করেছে। যা অত্যন্ত হাস্যকর। 

‘যাদের গ্রেফতার করা হয়েছে ভিডিওফুটেজ দেখেই গ্রেফতার করা হয়েছে। অনেককে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশির ভাগই বিএনপির সঙ্গে জড়িত’ বলেও এসময় তথ্যমন্ত্রী উল্লেখ করেন। বিডি-প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!